রংপুর ব্যুরোঃরংপুরে মিঠাপুকুরে মোক্তারুল ইসলাম (ভোদল) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বত্তরা।সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বলদীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোক্তারুল ইসলাম (ভোদল) উপজেলার অভিরাম নুরপুরের বাসিন্দা।জানা যায়, ওই যুবককে হ*ত্যা করে তার সঙ্গে থাকা পালসার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, সন্ধ্যার পর হতে মোক্তারুল ইসলাম নিখোঁজ ছিলেন। তার স্বজনরা রাতে থানায় জিডি করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে মরদেহ দেখতে পান বলে জানিয়েছেন। প্রাথমিক আলামত সহ
মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।