লক্ষ্মীপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুরে জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকাদের মাধ্যমে কিশোরীদের উদ্বুদ্বকরণ সংক্রান্ত অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ গত ১৯ অক্টোবর (শনিবার) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক ও (বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব) মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দারুল আরাকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্প পরিচালক ও সরকারের উপসচিব মো: আব্দুস সবুর, লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা উপরিচালক মোহাম্মদ রফিকুল হক, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসাইন,সহকারী পরিচালক আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত সভায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক,শিক্ষিকা, মডেল মসজিদের খতিব, ইমাম, ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: সাইফুল ইসলাম বলেন,আগামী ২৪ অক্টোবর থেকে ১০-১৪ বয়সী কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষার্থীদের এই টিকা প্রদান করা হবে। অনেক সময় এলাকায় কুসংস্কার ও প্রয়োজনীয় জ্ঞান না থাকার কারণে কিশোরীরা টিকা দিতে পারেনা। যাতে করে কোন কিশোরী টিকা থেকে বাদ না পড়ে সেই জন্য আমাদের এই আয়োজন। আপনারা সমাজে গণযোগ্য ব্যাক্তি আপনাদের প্রতিটি কথা ওজনদার হয়। আপনারা যদি বিষয়টি নিয়ে মসজিদে ও গণশিক্ষায় আলোচনা করে গুরুত্ব তুলে ধরেন তা হলে সবাই তাদের মেয়েদের টিকা দিতে উৎসাহ হবে। এতে করে দেশ থেকে জরায়ুমুখ ক্যান্সার অনেকটা নিয়ন্ত্রণ হবে বলে আমরা আশা করি। এ ব্যাপারে ইমাম, শিক্ষকসহ সকলে আন্তরিক ভাবে কাজ করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

আরও পড়ুন