প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে শেওলাযুক্ত ২ হাজার পাঁচশ লিটার মেয়াদহীন ও পান করার অনুপযোগী নিষিদ্ধ পানি জব্দ করেছে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ।৩০ অক্টোবর (বুধবার) উপজেলার হাজিরহাট বাজারে বিক্রির সময় হাতেনাতে জব্দ করে। পরে জনসম্মুখে ফেলে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত “তাজ ড্রিংকিং ওয়াটার” পানির মালিক মোঃ জামাল হোসেন মানিক। রামগতি রামদয়াল বাজারে উৎপাদন বলে দেখা গেছে।
বাজারের ভুক্তভোগীরা জানান, প্লাস্টিকের প্রতিটি পানির পাত্রে ৩০ লিটার পানি বিক্রি করে। এ পাত্রগুলো একাধিক বার ব্যবহার করা হয়। পাত্রের গায়ে উৎপাদিত পানির উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ কোন তারিখ নেই। প্লাস্টিকের এজাতীয় বোতলগুলো ব্যবহারও নিষিদ্ধ। তাজ ড্রিংকিং ওয়াটার নামে শেওলাযুক্ত পানি বিক্রির মাধ্যমে মানুষের সাথে প্রতারণা করে আসছে।
কমলনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ বলেন, চলমান সময়ে বাজারের বিভিন্ন পন্যের মেয়াদ যাচাই- বাছাই চলছে। হঠাৎ তাজ ড্রিংকিং ওয়াটার পিকআপে করে বিভিন্ন দোকান বিক্রি করছে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে পানির মালিককে একাধিক বার সতর্ক করার পরও তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাজারে বিক্রির সময়ে জব্দ করে পরে ধ্বংস করা হয় মেয়াদহীন ওই পানি। বাজারে বিভিন্ন পন্যের বিভিন্ন বিষয়ে সতর্ক ও সুপরামর্শ কাযক্রম আমাদের অব্যাহত রয়েছে। এছাড়া মেয়াদ ও উৎপাদনহীন এই পানি ল্যাব টেস্ট করে পরবর্তীতে মামলার কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।