কেএনএফ এর ২ সহযোগীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির মামলার সন্দেহভাজন কেএনএফ এর সহযোগী ভান লাল বম এবং এক জীপ চালক কফিল উদ্দিন সাগরের ২দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।রবিবার (২১ এপ্রিল) দুপুর ১২দিকে ২আসামীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইনের আদালতে হাজির করা হয়।পরে কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক রিমান্ডের আবেদন এবং আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহতুল হোসেন যত্ন জামিন আবেদন করেন।পুলিশ আসামী ২জনের জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করেন আদালতের কাছে, এসময় আসামী পক্ষের উকিলের সাথে দীর্ঘ শুনানি শেষে আদালাত আসামীকে ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ড মনজুর করে।

পরে আসামীদের আবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামী ২জনকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।বান্দরবানের কোর্ট ইন্সপেক্টর একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ২আসামীর ২দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত, ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে আর এই ঘটনায় ৪টি মামলা দায়ের হওয়ায় পর পুলিশ অভিযান করে এই পর্যন্ত বেশ কয়েকজন আসামীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন