নদীতে ডুবে দুই বোনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (২৫ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত দুইজন উপজেলার ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের শিশুকন্যা সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগমসহ (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগমসহ (৫) দুজনে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে গোসল করতে নামে। নদীরে নামার পর পানির নিচে তলিয়ে যায় সুহেদা ও মাজেদা। পরবর্তীতে অপর শিশুরা তাদের অভিভাবকদের জানালে শুরু হয় খোঁজাখুঁজি। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করতে না পেরে স্থানীয় জেলেরা জাল ফেলে তাদের খোঁজ করে। পরে বিকাল ৩টার দিকে জেলেদের জালে উঠে আসে সাজেদা ও মাজেদার লাশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার ও গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন