সাভারে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক

সাভার প্রতিবেদক:চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে ইয়ামিন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত রয়েছে অন্তত ৩৫জন। বর্তমানে সাভারের ঢাকা আরিচা মহাসড়ক দখলে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার ( ১৮ই জুলাই) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারে পুলিশের গুলিতে আন্দোলনরত এক শিক্ষার্থী মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ।নিহত যুবকের নাম ইয়ামিন। সে মিলিটারি ইন্সটিটিউট অফ সাইন্স টেকনলজি ছাত্র বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, দুপুর থেকে সাভারের পাকিজা গেট এলাকায় অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগ-যুবলীগ শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে সংঘর্ষে পুলিশও যোগ দেয়। সেসময় পুলিশের গুলিতে আহত হয় ইয়ামিন। পরে গুলিবিদ্ধ ইয়ামিনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে সাভার বাস স্ট্যান্ড দখল করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন