নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে ঠিকাদারী কাজে বাধা, হামলা-ভাংচুরের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন-সমাবেশে বিএনপি নেতার লোকজনের ফের হামলা-ভাংচুর। এসময় সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।এ সময় হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে এবং নোয়াখালী প্রেসক্লাবে ব্যাপক ইট পাটকেল মারতে থাকে। এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাংচুর করে।
জানা যায়, দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আবদুল করিম মুক্তার নেতৃত্বে একটি মানববন্ধন চলছিল। মূলত নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছেরের বিরুদ্ধে মুক্তার ঠিকাদারী কাজে বাধা, স্কেভেটর মেশিন ভাংচুর ও শ্রমিকদের কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করে। কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আবু নাছেরের ছোট ভাই জুয়েলের নেতৃত্বে ২৫-৩০জন দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে হামলা চালায়। এ সময় হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে সাংবাদিকসহ অন্তত ৫জন আহত হয়। ভাংচুর করা হয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ও সেনবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভক্সপপ: আবদুল করিম মুক্তা
এ বিষয়ে জানতে চাইলে শহর বিএনপির সভাপতি আবু নাছের বলেন, ঠিকাদারী কাজে হামলা কিংবা মানববন্ধনে হামলা; দুটোর কোনোটাই তার জানা নেই। তবে যদি তার লোকজন এসব করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন তিনি।