নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে একজনের জেল

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় শিয়ালের মাংস বিক্রির দায়ে আবুল বাশার (৫৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবুল বাশার সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে আবুল বাশারকে আটক করা হয়।

 

পরে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ – এর ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ।

এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

আরও পড়ুন