টোলপ্লাজায় পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ আটক ৪

আশুগঞ্জ প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ । শনিবার দিবাগত রাতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায়  পুলিশের পৃথক পৃথক অভিযানে  ২৭ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুরের নোয়া পাড়ার মৃত ফরাজ উদ্দিনের ছেলে অয়াসিম (৩৫), আলী আহম্মদ মিয়ার ছেলে বাহার উদ্দিন (৩০), শহিদ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫) এই তিন আসামি একই এলাকার বাসিন্দা।   অপর আসামি হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার আবুল কাশেম মিয়ার ছেলে অপু (৩৪)।
এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন