কক্সবাজার প্রতিনিধি: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা দিয়ে পাচারের সময় ২ কেজি ১২৫ গ্রাম নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারকারী মাদক ফেলে দিয়ে নাফ নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।সোমবার (১১ নভেম্বর) ভোরে বিজিবির ২ ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে এ মাদক জব্দ করা হয়। বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিয়ানমার থেকে চৌধুরীপাড়া স্লুইচ গেইট এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবির সদর ব্যাটালিয়ন ও হ্নীলা সীমান্ত চৌকির চোরাচালান প্রতিরোধ দল যৌথভাবে অভিযান চালায়। ভোরে নাফ নদী পার হয়ে একজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের সময় তাকে চ্যালেঞ্জ করা হয়।পাচারকারী বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দ্রুত তার পিঠে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।পাচারকারীকে শনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।