রামগঞ্জে এক ছাত্রী কে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেফতার

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা বাউরখাড়া গ্রামে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী কে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটে দল। এ ঘটনায় রামগঞ্জ থানা মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত দুই আসামি কে গ্রেফতার করেছেন। পরে তাদের বুধবার (১০ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় ভাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা মঙ্গলবার (০৯ জানুয়ারী) রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাহিরে এলে স্থানীয় দুই যুবক বাড়ির পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এ সময় শিশুর আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশু কন্যার বাবা বাদী হয়ে বাউরখাড়া গ্রামের মন্দার বাড়ীর আবদুল হান্নানের ছেলে শাহরিয়ার আলম (২০) ও মোহাম্মদপুর গ্রামের চৌকিদার বাড়ীর আবদুর রহিমের ছেলে রবিন হোসেন (২১) নামের দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে গভীর রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহরিয়ার আলম ও রবিন হোসেনকে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুর জানান, ২০২১ সালে তার মেয়ে (১৪) কে একই ইউনিয়নের বাউরখাড়া গ্রামের মন্দার বাড়ীর হারুন মিয়ার ছেলে মোঃ বাহার হোসেন জোরপূর্বক ধর্ষণ শেষে শ্বাস রোধ হত্যা করে। এ ঘটনায় রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ বাহার হোসেনকে গ্রেফতার করে। বর্তমানে বাহার জেলে রয়েছে । সেই ক্ষত না শুকাতেই (মঙ্গলবার) ৯ জানুয়ারি দিবাগত রাতে তার ছোট মেয়েকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানালে তিনি রামগঞ্জ থানায় মামলা করতে বলেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে বুধবার লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন