প্রতিনিধি:মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহককে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী ও তার বধির নাপিত স্বামীকে আটক করেছে ব্যাবসায়ীরা। তাদের নাম শিল্পি রানী (৩৫) ও সুজন কুড়ি (৪৫)। ২৯ জানুয়ারী (সোমবার) রাতে লক্ষ্মীপুরের রায়পুর ট্রাফিক মোড় চত্তরে চমক স্টুডিওর মালিক উত্তম কুমার শহর এলাকায় তাদের আটক করেন। রাত ১১ টায় হিন্দু দম্পত্তির অভিভাবক ৮০ হাজার টাকা ফেরত দেয় এবং বাকি টাকা পরে দেয়ার আশ্বাস দিলে রাজনৈতিক কয়েক নেতার হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয়া হয়েছে।চমক স্টুডিওর মালিক উত্তম কুমারের দাবি, শিল্লি ও তার স্বামী সুজন কুড়ি বিকাশ ও রকেট প্রতারণা চক্রের সদস্য। তারা উভয়ই রামগন্জ উপজেলার শ্যামগন্জ গ্রামের বাসিন্দা এবং সুজন কুড়ি রায়পুরের কেরোয়া ইউপির মোল্লারহাট বাজারের নাপিতের কাজ করেন। গত শনিবার বিকালে তার দোকানে এসে প্রতারনার মাধ্যমে মোবাইল থেকে চার ধাপে ৯৪ হাজার টাকা নিয়ে যায়।
মা টেলিকমের মালিক ফয়েজ জানান, একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। গত শনিবার আমার দশ হাজার ও চমক স্টুডিওর দাদার ৯৪ হাজার টাকা রকেটের ওটিপি করে নিয়ে যায় তারা স্বামী ও স্ত্রী। এছাড়াও প্রতারক চক্রটি ছদ্মনাম ব্যবহার করে ‘হ্যালো, বিকাশ থেকে বলছি। বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেডের কাজ চলছে, বিকাশ থেকে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোড (ওটিপি) এসএমএস করা হয়েছে। কোডটি আমাদের দিন। অন্যথায় আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে-এমন কথা বলে ওটিপি নিয়ে লোকজনের বিকাশ একাউন্ট হ্যাক করতো।
এরপর ওই একাউন্ট থেকে হাতিয়ে নিতো টাকা-পয়সা। সিসি ক্যামেরা ও লোক লাগিয়ে জানতে পারে এ চক্রের সদস্য শিল্পি রানী ও তার স্বামী সুকন কুড়ি রায়পুর শহরে অবস্থান করছে। এরপর তাদের আট করা হয়। রাত ১১ টায় তাদের অভিভাবক ৮০ হাজার টাকা ফেরত দেয়ায় রাজনৈতিক কয়েকজন নেতার হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
আটক শিল্পি ও তার বদির স্বামী সুজন কুড়ি জানিয়েছেন, তারা ও চক্রের অন্য সদস্যরা মিলে মোবাইল ব্যাংকিং পদ্ধতি বিকাশ, রকেট ও নগদের গ্রাহকদের কাছ থেকে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছিলেন। আমাদের ভূল হয়েছে। আর কখনও একাজ করবোনা, ক্ষমা করেন।
এ ঘটনায় রায়পুর থানার এসআই মোঃ হানিফ বলেন, ঘটনা জানতে পেরে চমক স্টুডিওতে যাই। স্টুডিওর মালিক তার টাকা বুঝে পাওয়ায় ও থানায় লিখিত অভিযোগ না দেয়ায় ব্যবস্থা নেয়া যায়নি।