ইজ‌তেমায় আরও দুই মুস‌ল্লির মৃত্যু

গাজীপুর প্রতি‌নি‌ধি:গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আরও দুই মুস‌ল্লির মৃত‌্যু হ‌য়ে‌ছে। নিহতরা হ‌লেন, ম‌তিউর রহমান ও এখলাছুর রহমান। এ নিয়ে এবারের ইজতেমায় ৫ জনের মৃত্যু হলো।শুক্রবার ভোর রা‌তে তা‌দের দুইজ‌নের মৃত‌্যু হয়। ম‌তিউর রহমান ময়দা‌নে শ্বাস ক‌ষ্ট হ‌য়ে হাসপাতা‌লে নেওয়ার পর তার মৃত‌্যু হয়। জামালপুর জেলার সদর থানার পাকুল্লা গ্রা‌মের মৃত হযরত আলীর ছে‌লে ম‌তিউর রহমান। এখলাস উদ্দিন (৭০) বার্ধক্যজনিত কারণে টঙ্গী সরকা‌রি হাসপাতা‌লে ভ‌র্তি হয়। প‌রে ওখা‌নেই তার মুত‌্যু হয়। নিহত এখলাস নেত্রকোনা জেলার সদর থানার স্বল্ফদু‌গিয়া গ্রা‌মের আব্দুস সোবাহা‌নের ছে‌লে।বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জিম্মাদার প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।এর আগে ইজতেমায় আসা ৩ মুসল্লির মৃত্যু হয়। এর মধ্যে ইজতেমা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়া আব্দুস সাত্তার ও জামাল উ‌দ্দিনকে হাসাপাতা‌লে নি‌য়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা ক‌রেন। একইদিন দুপুরে ইজ‌তেমায় যাওয়ার প‌থে ইউনুছ মিয়া না‌মে এক মুসল্লির মৃত্যু হ‌য়।

আরও পড়ুন