লক্ষ্মীপুর কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত উদ্যোক্তার মৃত্যু

প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক সবুজ (৩২)মারা গেেেছন। ১৩ এপ্রিল (শনিবার) দুপুর তিনটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। তার শ্বশুর শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সবুজ তোরাবগঞ্জ গ্রামের প্রবাসী রফিক উল্লাহ ছেলে এবং এক সন্তানের জনক।স্থানীয়রা জানায় গত ২ এপ্রিল লক্ষ্মীপুর-রামগতি সড়কের করইতলা বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সবুজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তার মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন