প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ-দফাদারদের নিয়ে ৩০ দিন ব্যাপি বুনিয়াদী কোর্স উদ্বোধন করা হয়েছে ২৪ এপ্রিল (বুধবার) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কোর্স উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) এর সহযোগীতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, (এনআইএলজি) গবেষণা কর্মকর্তা মতি আহমদ,সহকারী কমিশনার (ভূমি) অভি দাস,উপজেলা যুুব উন্নয়ন কর্মকর্তা সালেহ আহমদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান প্রমুখ। এ প্রশিক্ষণে সদর উপজেলার ৫০ জন গ্রাম পুলিশ ও দফাদার উপস্থিত ছিলেন।