মেঘনায় নিষিদ্ধ বেহুন্দি জাল-নৌকা জব্দ, জরিমানা

প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে ২০টি নিষিদ্ধ বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে দুজনকে আটক করা হয়, তাদের দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। দুপুরে রামগতির মাছঘাট এলাকায় জব্দকৃত জালগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বড়খরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ (পরিদর্শক) মো. ফেরদৌস আহম্মদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

আরও পড়ুন