ইউপি নির্বাচনে এলাকায় বহিরাগত দেখলে প্রশাসন কে জানান লক্ষ্মীপুরের ডিসি

নিজস্ব প্রতিবেদক:লক্ষ্মীপুরের ডিসি সুরাইয়া জাহান বলেছেন, আগামী কাল ২৮ এপ্রিল (রোববার) লক্ষ্মীপুরে ৫ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনীয় এলাকায় কোন বহিরাগত থাকতে পারবেনা। যদি কেউ বহিরাগত দেখেন তা হলে সাথে সাথে প্রশাসন কে জানান আমরা ব্যবস্থা নিবো। নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ন। নির্বাচন নিয়ে কেউ অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করলে কঠোর নেওয়া হবে। ২৭ এপ্রিল (শনিবার) সদর উপজেলার দক্ষিণ হামছাদী ভোট কেন্দ্রে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় পুলিশ সুপার তারেক বিন রশীদ বলেন, নির্বাচন পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন হবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। পরে তিনি তাৎক্ষনিক রাস্তা দিয়ে যাওয়ার পর মটরসাইকেল দিয়ে যাওয়ার পথে জেলা সেচ্ছাবেকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ কে আটক করার নির্দেশ দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন