লক্ষ্মীপুরে ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

প্রতিনিধি:লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মোবারক মাদিহা (৭) ও মো. ওমর (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।নিহত নাফিজা স্থানীয় ফাতেমা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ও ওমর প্লে শাখার ছাত্র ছিল। তারা কামালপুর গ্রামের ব্যবসায়ী রাজু আহমেদের সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর ঘাটে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু ওমর। এসময় ভাইকে বাঁচানোর জন্য নাফিজাও পানিতে নামে। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরে ওমর ও নাফিজাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সন্তানকে হারিয়ে তাদের মা-বাবাসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল হাসান রণি জানান, একসঙ্গে দুটি সন্তানের মৃত্যু খুব বেদনাদায়ক। নিহতদের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।

আরও পড়ুন