লক্ষ্মীপুরে সদর উপজেলা নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যবেক্ষকদের উপস্থিতি বেশি

প্রতিনিধি: তৃতীৃয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোট গ্রহণ চলছে।বুধবার (২৯ মে) সকাল ৮টায় উপজেলার ২১টি ইউনিয়নের একটি পৌরসভায় ১৯২ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটার উপস্থিতি খুব কম কোন কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়নি।জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর ২ টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলা ভোট গ্রহণ হয়েছে মাত্র ১১%। এই উপজেলায় মোট ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন ভোটার রয়েছে।
সকাল থেকেই পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্সির হাট শাখাওয়াত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়,খিলবাইজা জিএফ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ,গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, পৌর শহরের মধ্য বাঞ্চানগর এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,মধ্য জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কোন লাইন পাওয়া যায়নি। দুপুর পর্যন্ত পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২৭৮৭ ভোটের মধ্যে ২ টা পর্যন্ত ৩৯০ ভোট কাষ্ট হয়। চন্দ্রগঞ্জ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৫৪ ভোটারের মধ্যে মাত্র ১৩৭ জন ভোট প্রদান করেন। মুন্সির হাট শাখাওয়াত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৪৬৯ ভোটারের মধ্যে দুপুর পর্যন্ত ২৮০ জন ভোট প্রদান করেন। টুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪৭৬ ভোটারের মধ্যে সকাল দশটা পর্যন্ত ৫৯ জন ভোট প্রদান করেন। বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহনকারী কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও ভোটার কোন লাইন দেখা যায়নি। অনেক বুথে ভোট পড়েছে ঘন্টায় ৫-১০ টা।
ভোটার উপস্থিতি নিয়ে চেয়ারম্যান প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, আবহাওয়া খারাপের কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
জেলা রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাস রাজস্ব পদ্মাসেন সিংহ বলেন, সদর উপজেলা নির্বাচনে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ২২ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনি এলাকায় দায়িত্ব রয়েছেন।
প্রসঙ্গত, সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন