সারোয়ার হোসেন, রামগতি: দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধভাবে দখলে থাকার সরকারি খাস জমি উদ্ধার করেছে রামগতি উপজেলা প্রশাসন। উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নতুন বাজারে সরকারি খাস জমি দখল করে স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মানষ চন্দ্র দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ একটি পুলিশ ফোর্স এবং স্থানীয় ভূমি কর্মকর্তার যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চারটি অবৈধ স্থাপনা (দোকানঘর) ভেংগে খাস জায়গাটি দখল উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারে ১নং খাস খতিয়ানের এ জায়গাটি দখল করেন স্থানীয় ভূমিদস্যু ওই এলাকার মহসিন মাঝি, হোরণ মাঝি, মুনসর আহমদ এবং আবদুল মান্নান। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে এসে জায়গাটি দখলমুক্ত করেন। অবৈধ দখলকারিরা হচ্ছে
সহকারী কমিশনার (ভূমি) মানষ চন্দ্র দাস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যেখানে বা যারাই এভাবে সরকারি জমি জবর দখল করবেন, সেখানেই আমাদের অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি সম্পদ রক্ষা করা হয়েছে। যেখানে দখল হবে, সেখানেই উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। নতুনবাজারে অভিযান কালে চারটি অবৈধ স্থাপনা (দোকান ঘর) ভেঙে দখল মুক্ত করা হলেও ঘটনাস্থলে তাদের পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে অর্থ দন্ড ও মামলা দায়েরের বিধান রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।