প্রতিনিধি: লক্ষ্মীপুরে বন্যার কারনে বিভিন্ন সড়কে পানিতে ডুবে যাওয়ার কারণে গাড়ি চলাচল করে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা এবং চলাচলকারীরা।এ দিকে ২৪-২৬ আগষ্ট ৩ দিন লক্ষ্মীপুর জেলাবাসী সংবাদপত্র পড়া থেকে বঞ্চিত হয়েছে। ফলে পাঠকরা প্রিন্ট পত্রিকা পায়নি ।লক্ষ্মীপুর পত্রিকা এজেন্ট রহমানিকা প্রেসের পরিচালক রাকিব হোসেন জানান, গত শনিবার থেকে মঙ্গলবার ৩ দিন পত্রিকা গাড়ি না আসার কারণে পাঠক পত্রিকা পায়নি অনেকে পত্রিকা ক্রয়ের জন্য ফোন করতেছে। কিন্তু সড়কে পানি উঠার কারণে পত্রিকা বহনকারী মাইক্রো বাসের চালকরা আসতে রাজি হচ্ছেনা। জ¦ালানি তেলের দাম ও গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে বিকল্প ব্যবস্থা করা সম্ভব হচ্ছেনা । তার পরও আগামী কাল ২৭ আগষ্ট (মঙ্গলবার) থেকে বিকল্প ভাবে পত্রিকার আনার চেষ্টা করা হচ্ছে।
হকার সমিতির সভারপতি আনোয়ার হোসেন, পত্রিকা হকাররা পত্রিকা বিক্রি করে কোন রকমে দিন পার করে। ৩ দিন পত্রিকা না আসারণে সবার আয় বন্ধ হয়ে গেছে। অনেকে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।