প্রতিনিধি: মর্যাদাপূণ বার্ধক্য: বিশ^ব্যাপি প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০১ অক্টোবর (মঙ্গলবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে লক্ষ্মীপুর জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন,সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান,লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন, আবদুল খালেক, আরমান হোসেন, বায়েজীদ হোসেন প্রমুখ।
এসময় সমাজ সেবাসহ বিভিন্ন সরকার বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।