লক্ষ্মীপুর রায়পুরে ডিসি এসপি বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) রাজিব কুমার সরকার  ও পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন রায়পুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধায় (১০ অক্টোবর) রায়পুর পৌরসভার মুরিহাটা, ধানহাটা ও মাছ বাজার এলাকায় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক রাজিব কুমার বিশ্বাস বলেন, রায়পুর তথা লক্ষ্মীপুর জেলায় দুর্গা পূজা উদযাপনে কোনো ধরনের কোনো হুমকি নেই।পুলিশের কাছেও এমন কোনো তথ্য নেই। তিনি বলেন, মন্দিরগুলোর ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে। আরও কয়েকটি মন্দির পরিদর্শন করা হবে। সার্বিকভাবে সব জায়গায় খোঁজ নেওয়া হয়। সব খানে দেখছি, নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।
জেলা প্রশাসক  আরও বলেন, দেশের যে পরিবর্তন, একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুধু পূজা উদযাপনের বিষয় নয়, সার্বিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। যাতে স্থিতিশীলতা বজায় থাকে।
সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনির ভূমিকা অপরিসীম। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কোথায় কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। বদলি করা হয়েছে। কনস্টেবলের বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগের মতো মনোবল ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরাও কাজ করে যাচ্ছি।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রিয়াংকা দত্ত, রায়পুরের ইউএনও ইমরান খান, এসিল্যান্ড সাহেদ আরমান, ওসি নিজাম উদ্দিন ভুইয়া ও সাবেক মেয়র এবিএম জিলানীসহ জেলা ও উপজেলার হিন্দু পরিষদের নেতৃবৃন্দ।

আরও পড়ুন