প্রতিনিধি : লক্ষ্মীপুরে গ্রীণলাইফ নামে একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩ পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা সদর হাসপাতালে পরিদর্শনে আসেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আক্তার হোসেন। এইসময় তাঁরা নিহত স্বজনদের হাতে নগদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এবং যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছে। তাদের তালিকা করে তাদের মাঝেও চিকিৎসা জন্য আর্থিকভাবে সহয়তা করার আশ্বস্ত দেন ডিসি।
এদিকে ডিসি-এসপি পরিদর্শন শেষে হাসপাতালে নিহতদের দেখতে আসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এর-আগে, রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীণলাইফ নামের ওই ফিলিং স্টেশন এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুমন (২৫)।
নিহত হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার (২নং নম্বর ওয়ার্ড) মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে এবং সুজন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে। তিনজনের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।