লক্ষ্মীপুরে ১ লাখ ১১ হাজার কিশোরীকে দেওয়া হবে এইচপিভি টিকা

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় ১ লাখ ১১ হাজার ৯’শ ৫৫ জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১ হাজার ৬’শ ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিভি টিকাদান করা হবে। এর মধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৬ হাজার ৪৬৯ জন কিশোরী এবং বিদ্যালয়ের বাইরে ১০ থেকে ১৪ বছর বয়সী ৫৪৮৬ জন কে এই টিকার আওতায় আনা হবে। আগামী কাল ২৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এইচপিভি টিকাদান চলমান থাকবে।
প্রতি বছর বিশ্বে ৬ লাখ নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার মৃত্যুবরণ করেন। এছাড়া বিশ্বে প্রতি লাখে ১১ জন এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন ৪ হাজার ৯৭১ জন। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ইপিআই এইচপিভি টিকা প্রদান করা হবে।
এই টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। একটি ডোজই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে যথেষ্ট বলে জানানো হয়। ২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এই সব তথ্য জানান। এসময় মেডিকেল অফিসার ডা: নাহিদ রায়হান, বিশ^স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা: খাদিজা আহমেদ, জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন