লক্ষ্মীপুরে ১০ কেজি গাঁজাসহ মোঃ জামাল হোসেন(৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।এর আগে, সোমবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর তিনটি পোটলায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার জামাল হোসেন কুমিল্লার দর দক্ষিণ থানাধীন বিষ্ণপুর গ্রামের মৃতঃ বাচ্চু মিয়ার ছেলে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী পুলিশ বক্সের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি রেইডিং টিম। এতে নেতৃত্বদেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আব্দুর রহিম। এসময় তল্লাসী করে গ্রেপ্তারকৃত জামাল হোসেনের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো পলিথিনের ভিতর তিনটি পোটলায় ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। এ সংক্রান্ত বিষয়ে পরিদর্শক মো: আব্দুর রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/২৬ ধারায় লক্ষ্মীপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো: আব্দুর রহিম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। মাদবদ্রব্য কার্যালয়ের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।