প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক ধর্ম শিক্ষককে প্রতিবাদের মুখে বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। শিক্ষক ইসমাইল চাঁদপুরের চরভৈরবি ইউপির আকন্দ গ্রামের জয়দালের ছেলে।
জানা গেছে, ওইদিন রায়পুরের হায়দরগঞ্জ মডেল স্কুলে ৭ম শ্রেণীর ধর্ম বিষয়ে পাঠদান চলছিলো। এ সময় ওই ছাত্রীর পিঠে ও হাত ধরে যৌন হয়রানির চেষ্টা করেন ধর্মীয় শিক্ষক ইসমাইল হোসেন।
বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার ওই শিক্ষার্থীর অভিভাবকসহ রাজনৈতিক নেতারা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবি করেন।এ ঘটনায় শিক্ষক মোস্তফা কামালের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ঘটনার সত্যতা প্রমানিত হলে পরিচালনা কমিটি শিক্ষক ইসমাইল চাকুরী থেকে অব্যাহতি দেন।
শিক্ষক ইসমাইল মোবাইল ফোনে বলেন, আমি ১৭ বছর এই স্কুলে ধর্ম বিষয়ে শিক্ষকতা করছি। আমার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ৭ম শ্রেণীকক্ষে পাঠদানের সময় ওই ছাত্রীর হাত ধরে পড়া জানতে চাই এই অপরাধেই আমাকে অব্যাহতি দেয়া হয়।আল্লাহ পরিচালনা কমিটির বিচার করবেন।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাহাঙ্গির হোসেন জানান, ৭ম শ্রেণীর শিক্ষার্থীর সাথে অসৌজন্যমুলক আচরন এবং প্রতিষ্ঠানের শৃংখলা ভঙ্গ করার অপরাধে ধর্মীয় শিক্ষক ইসমাইলকে অব্যহতি দেয়া হয়েছে।