আজকালের খবর পত্রিকার রায়পুর প্রতিনিধি আর নেই

প্রতিনিধি: দৈনিক আজকালের খবর পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ আহমদ আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ছেলে সাংবাদিক নাজিম উদ্দিন রিয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিএনপি নব নির্বাচিত সদস্য সচিবের একটি সংবর্ধনা অনুষ্ঠান কাভার করতে গিয়ে সৈয়দ আহমদ ওই খানে ষ্টোক করেন।
পরে স্থানীয় লোকজন ও উপস্থিত সাংবাদিকেরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড পূর্বালাচ গ্রামের মৃত হাজী চাঁদ মিয়ার পুত্র। ব্যাক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো: রবিউল ইসলাম খানসহ লক্ষ্মীপুর ও রায়পুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আরও পড়ুন