প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারে নির্বাসীদের খবর নিতে ছুটে যান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় তিনি কিছু সময় কাটিয়ে শিশু পরিবারের নির্বাসীদের দুপুরের খাওয়া খান।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন,তোমরা যারা শিশু পরিবারে থাক। তারা নিয়মিত পড়াশুনা করতে হবে। তিনি বলেন, মানুষের সেবা করতে হলে নির্ধারিত কোন পেশা প্রয়োজন হয়না। যে কোন পেশায় থেকে কাজ করা যায়। তিনি আরও বলেন, তোমরা বড় হয়ে আগামী দিনে বাংলাদেশ নেতৃত্ব দিবে। আমরা তোমাদের উজ্জ্¦ল ভবিষ্যৎ কামনা করি। তোমরা যদি বড় হয়ে উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারো। তা হলে শহীদদের আত্না শান্তি পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান, সদর উপজেলা নিবার্হী কর্মর্কতা জামসেদ আলম রানা, সহকারী কমিশনার ভূমি অভি দাস, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার, শিশু পরিবারের উপতত্ত্বাবাধয়ক মো: শরীফ হোসেন প্রমুখ।