লক্ষ্মীপুরে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ গ্রেফতার-২

প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১৮ ডিসেম্বর (বুধবার) রাতে ক্ষতিগ্রস্থ ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় ৫ জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলো, কমলনগরের চরকাদিরা ইউপির বটতলা এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও একই এলাকার শাহজাহানের ছেলে মো. রনি (২১) । উল্লেখ্য : গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করা হয়। এসময় রনি নামের এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা।
ঘটনার পর এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের (ধর্ষক) পক্ষ নিয়ে ঘটনাটিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করেন। অবশেষে ঘটনার ৮দিন পর এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।
এর প্রেক্ষিতে বুধবার রাতে তরুণীর বাবার দায়েরকৃত ধর্ষণের মামলা থানায় রেকর্ড করেন। মামলা রেকর্ড হওয়ার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন । রাতেই দুই যুবকককে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন