প্রতিনিধি : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।৩১ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, সনাকের জেলা শাখা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী প্রমুখ।
