লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের গণি হেডমাস্টার সড়কের পাশে নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারী (রোববার) দুপুরে স্কুলের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। শহর সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, বিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর জেড এম ফারুকী,সাইফুল ইসলাম ভুইঁয়া তপন,পরিচালনা কমিটির সহ-সভাপতি শংকর মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার প্রমুখ। পরে ৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।
