তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ

লক্ষ্মীপুর: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে জনস্বার্থ রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং কলেজ পর্যায়ে ‘ডেঙ্গু মোকাবেলা প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই অধিক গুরুত্বপূর্ণ, শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করে উপজেলা প্রশাসন। স্কুল পর্যায়ে লক্ষ্মীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে লক্ষ্মীপুর সরকারী কলেজ চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, লক্ষ্মীপুর ডিবেট এ্যাসোসিয়েশনের সভাপতি মাজেদ আজাদ, মো: আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আরমান হোসনে, সাহেদুর রহমান রাফি প্রমুখ।

আরও পড়ুন