আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারীসহ ৫ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।আরও গ্রেফতাররা হলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, যুবলীগ নেতা পরান চৌধুরী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ারেস মোল্লা, রামগতি পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস হোসেন।জানা যায়, সকালে জেলার শহরের নিজ বাসার সামনে থেকে অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও আদালতে যাওয়ার পথে অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও অপর যুবলীগ নেতা পরান চৌধুরীকে রোববার লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে জয়বাংলা স্লোগানে লিফলেট বিতরণের সময় ও ওয়ারেস মোল্লা ও আব্বাসকে রামগতি পৌর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মোন্নাফ বলেন, ‘গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।’ উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত ও তিন শতাধিক আহত হন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

আরও পড়ুন