প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সমস্যা,সমাধান ও করণীয় শীর্ষক সেমিনার শহর সেবা কার্যালয়ের আয়োজনে ০৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।শহর সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: শরীফ হোসেন এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার।বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক আবদুর রশীদ, প্রশিক্ষক ও অ্যাসেসর প্রধান উপদেস্টার কার্যালয় ঢাকা (এনএসডিএ) নুর হাসান প্রমুখ। সেমিনারে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।