এনআইডি কার্ড নির্বাচন কমিশনে রাখার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও  মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুর জেলা ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ১৩ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুর রশিদ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আতিকুল ইসলাম, জেলা কার্যালয়ের সাখাওয়াত হোসেন,মোরশেদুল হক প্রমুখ।
একই সাথে জেলা আরো ৪টি উপজেলায় একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, অন্তর্বতী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
বক্তব্যে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, বার বার এই জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। এই সেবা অন্য কোন শাখায় স্থানান্তর করা হলে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে পাশাপাশি সাধান জনগণের হয়রানী বাড়বে।
জেলা নির্বাচন কর্মকর্তারা মো. আব্দুর রশিদ জানান, এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে সারা দেশের ন্যায় তারা আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতির সময় ও দিন আরো বাড়তে পারে।

আরও পড়ুন