গ্রাম আদালত শক্তিশালীকরণে লক্ষ্মীপুরে প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুর, ১৮ মার্চ ২০২৫:লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেছেন, গ্রাম আদালত কার্যকর করতে পারলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। তিনি বলেন, সমাজে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালত শক্তিশালী করা মানে সমাজকে শক্তিশালী করা। তবে শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, তা বাস্তবে প্রয়োগ করতে হবে। তাহলেই সমাজে ছোটখাটো বিরোধ কমে আসবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে।

তিনি আজ ১৮ মার্চ (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সক্রিয়করণ বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার আরও বলেন, গ্রাম আদালত শক্তিশালী হলে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে এবং এটি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের জেলা ব্যবস্থাপক খন্দকার মো: আবেদ উল্লা, উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন এবং ইমরান সিকদার প্রমুখ।

৪ দিন ব্যাপি প্রশিক্ষনের ১ম ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালায় লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা ও রামগতি উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন