রায়পুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়নের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের তাজমহল সিনেমা হলের সামনে আয়োজিত সভায় মারামারিতে জড়ান নেতাকর্মীরা।
একটি সূত্র জানায়, ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিন আগেই রায়পুরে আনন্দ র্যালি ও আলোচনা সভা করা হয়। রায়পুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ এ আয়োজন করে। অতিথিদের চেয়ারে বসা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা।
এ সময় উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ক্যানির নেতৃত্বে পৌর কমিটির কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। এতে ক্যানির অনুসারী আরিফ হোসেন ও পৌর ছাত্রলীগের কর্মী শাকিল হোসেনসহ অন্তত পাঁচজন আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ক্যানি বলেন, ‘আমি মারামারির ঘটনায় জড়িত নই। যারা মারামারি করেছে আমি তাদের ছাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছি।’
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, সভায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমার চোখে পড়েনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি।