লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলে ৪১ শিক্ষার্থী পেল বৃত্তি সনদ-পুরস্কার

লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি-২০২২ উপলক্ষ্যে মঙ্গলবার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত শিক্ষাবৃত্তি-২০২২ পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার বিভিন্নস্তরের মোট ৩২ টি স্কুলের ১৩০৭ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪১ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও অর্থ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, আরওআই অংশু কুমার দেব, আরআই (পুলিশ লাইন্স) মোঃ আবদুস সামাদ, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম তপন, প্রধান শিক্ষক সালমা বেগম, অন্যান্য শিক্ষকবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা

এসময় পুলিশ সুপার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন