লক্ষ্মীপুরে ২০ জেলে পেলেন বাছুর

লক্ষ্মীপুরে ২০ অসচ্ছল জেলের মধ্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের কাছে বাছুরগুলো হস্তান্তর করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান।

সদর উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, উপজেলার ৬০ অসচ্ছল মৎস্যজীবীকে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ২০ জনকে গরুর বাছুর দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত অন্য জেলেদেরকেও দেওয়া হবে।

 

আরও পড়ুন