এবার রমজানে তিনটি ইসলামি গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছেন আশরাফুল আলম (ওরফে) হিরো আলম।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
হিরো আলম বলেন, ‘এবারের রমজানে তিনটি ইসলামি গান গাইবো। গান গাইলে পেশাদার শিল্পীর মতই গাইবো। এটা নিয়ে আর মজা বা উপহাস করার কোনো সুযোগ দেব না। প্রয়োজনে গান মানসম্মত না হলে রিলিজই করবো না।’
তিনি আরও বলেন, ‘গানের কথা ও সুর ইসলামিক ফাউন্ডেশনের এক কর্মকর্তার। তাঁর গানগুলোর মধ্যে তিনটি আমি গাইবো। প্রতিদিন গানগুলো অনুশীলন করছি। আশা করছি দর্শক শ্রোতারা ভাল কিছু পাবেন।’
ঈদ উপলক্ষে কাজের চাপ কেমন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘শুধু ঈদ নিয়ে ব্যস্ততা বেড়েছে তা নয়। আমার হাতে এখন পাঁচটা মুভির কাজ রয়েছে। ব্যস্ত সময় পার করছি। এ ছাড়া আমার একটা ওয়েব সিরিজও রিলিজ হয়েছে। ব্যাপক সাড়া পেয়েছি।’
ঈদে দর্শকদের জন্য কেমন চমক থাকবে এই প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘বিভিন্ন সিনেমার গানে মডেলিংয়ের কাজ করছি। এসব আগের ভিডিওগুলোর চেয়ে অনেক উন্নত হবে। সর্বোপরি এবারের ঈদে দর্শকেরা ভালো কিছুই পাবে হিরো আলমের কাছ থেকে।’