‘টেনে দুই চোখ বের করার’ হুমকিতে নিরাপত্তাহীন লক্ষ্মীপুরের শ্রমিকলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদ হারুনকে ‘ টেনে দুই চোখ বের করার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর একটি অডিও রেকডিং ফেসবুকে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ছে। এনিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।
এ ঘটনায় রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানায় হারুনুর রশিদ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

হারুনের অভিযোগ, রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম লেদু মাল তাকে মোবাইল ফোন হুমকি দিয়েছেন। এরপর থেকে তিনি আতঙ্কে রয়েছেন। লেদু মাল রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামাল অপু মালের বাবা।

 

অভিযোগকারী হারুন রামগঞ্জ পৌরসভার সোনাপুর এলাকার বাসিন্দা ও ঢাকার মোহাম্মদপুর এলাকার টাউনহল মার্কেটের মুদি ব্যবসায়ী।

ভূক্তভোগী জানান, তিনি (হারুন) রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযাগ রক্ষা করছেন। এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন৷ বিষয়টি রামগঞ্জ উপজেলা কমিটির সাবেক সভাপতি লেদু মাল জানতে পেরেছেন। এতে ২১ ফেব্রুয়ারি বিকেলে লেদু মোবাইফোনে কল করে তাকে হুমকি দেয়। এসময় টেনে দুই চোখ বের করাসহ বিভিন্ন হুমকি দেওয়া দেওয়ায় হারুন নিরাপত্তাহীনতায় রয়েছেন। তার কাছে হুমকি দেওয়ার একটি কল রেকর্ড রয়েছে।

অভিযুক্ত নজরুল ইসলাম লেদু মাল বলেন, হারুনকে কখনো আওয়ামী লীগের রাজনীতি করতে দেখিনি। ঢাকায় থেকে কীভাবে যেন সে জেলার পদ ভাগিয়ে নিয়েছে৷ হারুন আওয়ামী লীগকে বিক্রি করে খেতে এসেছে। তাকে কোন হুমকি দেওয়া হয়নি।

জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী বলেন, হারুন আমাকে ঘটনাটি জানিয়ে কল রেকর্ডিংও পাঠিয়েছে। ঘটনাটি সাংগঠনিকভাবে তদন্ত করা হবে।
একবছর আগে রামগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। এরপরও লেদু মাল নিজেকে সভাপতি হিসেবে পরিচয় দিয়ে আসছেন। এজন্য আমরা তাকে শোকজও করা হয়।

ঢাকার মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, হারুন একটি সাধারণ ডায়েরি করেছেন। থানা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সাংগঠনিক স্থবিরতা ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ২০২২ সালের ২৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়৷ ওই কমিটিতে নজরুল ইসলাম লেদু মাল সভাপতি ছিলেন। কিন্তু একই বছর ২২ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজেকে উপজেলা শ্রমিক লীগের সভাপতি পরিচয় দিয়ে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার খান এমপিসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে পেষ্টুন করে প্রচারণা চালায়। এতে জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়।

আরও পড়ুন