চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের বাবা সাবেক ব্যাংকার ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লুৎফুর রহমান (৯৫) আজ রবিবার ভোরে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিকেলে চাঁদপুর শহরে বেগম জামে মসজিদে প্রথম এবং সন্ধ্যায় শহরের ওয়ারলেস এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে আলহাজ্ব লুৎফুর রহমানকে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন আলহাজ্ব লুৎফুর রহমান।
এদিকে, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার, সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম।