ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বিদ্যূৎপৃষ্টে মো. রুবেল মোল্লা (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩মার্চ) বিকালে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নিজ বাড়ির বসত ঘরে টিভির সাথে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে ও চরফ্যাশন বাজারের মৎস্য ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার দুপুরে চরফ্যাশন বাজার থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষে টিভির সাথে ডিস লাইনের ফ্লাগের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যূতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন বলেন, খবর শুনেছি। তবে নিহতের পরিবারের কোন অভিযোগ নেই।

আরও পড়ুন