লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগ নেতাদের মাঝে ঈদ উপহার (পাঞ্জাবি) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সদর উপজেলার হাজিরপাড়া এলাকার বাসভবনের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা পিংকু স্বেচ্ছাসেবকলীগ নেতাদের হাতে ঈদ উপহার তুলে দেন। এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুর আলম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশেদ নিজাম।