নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় রোমানা আক্তার (২২) এবং ম. ফয়সাল (১৯) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রোমানা গলায় ফাঁস ও ফয়সাল পানিতে ডুবে মারা গেছে। তবে দুইজনই মানসিক প্রতবন্ধি ছিলেন বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কুশাখালী ও তিতারকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমানা কুশাখালী গ্রামের আবদুর রহমানের মেয়ে ও ফয়সাল তিতারকান্দি গ্রামের মো. শাহজাহানের ছেলে।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মনিরুল ইসলাম জানান, রোমানা দুপুরে গলা ফাঁস দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তবে ওই তরুণি মানসিক প্রতিবন্ধি ছিল। এবিষয়ে পরিবারের কোন অভিযোগও নেই।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান তফাদার জানান, পরিবার জানিয়েছে ফয়সাল মানসিক প্রতিবিন্ধি ছিল। সে সাঁতার জানতো না। অসাবধানতাবসত পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। তার মৃত্যুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগও ছিল না। এতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।