ভোলা প্রতিনিধি: ভোলায় মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকাল ১১ টার দিকে ভোলা জেলা বিএনপির অফিস চত্বরে জেলা শ্রমিক দলের আয়োজনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিকের সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক তানভীর হোসেন তালুকদারের সঞ্চালনায় শ্রমিক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, পৌর বিএনপির সভাপতি আঃ রব আখন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি রবিন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক হাওলাদার,
সভায় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, থানা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন বাহার, লালমোহন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শাহিন হাওলাদার, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আবুল হাসনাত তসলিম, আরো উপস্থিত ছিলেন জেলা থানা পৌর বিএনপি সহ বিভিন্ন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন।
তবে বিএনপির পক্ষ থেকে জানান হয় সমাবেশ শেষে শহরে একটি র্যালি বের করা হলে, র্যালিটি বিএনপির অফিস থেকে বরিশাল দালানের সামনে আসলে পুলিশের বাধায় সস্মুখিন হন। পরে তারা পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে র্যালিটি সমাপ্ত করেন।