চররমনী মোহনে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় মজু চৌধুরী হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস মীরের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ।

বিশেষ অতিথি ছিলেন- চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহদী হাসান জসিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহম্মেদ রুপম, সদস্য সচিব রেজাউল করিম রিয়ান ও সদস্য মাহবুবুর রহমান জনি প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে সারাদেশে সদস্য সংগ্রহ চলছে। আগামি সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষ্যে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুন