ঢাকা বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩মে) ভোরে এ ঘটনা ঘটে বলে বিমানের একটি সূত্র জানিয়েছে।

এ সময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোর ৪টায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংগঠন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৮৭) কুয়ালালামপুর থেকে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। এ সময় নিরাপদে অবতরণ করতে না পেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্যদিকে চলে যায়।

দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা পর দুটি পুশকার্ড দিয়ে বিমানটি ধাক্কা মেরে রানওয়েতে উঠিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এই সময়ে অবতরণ করতে না পেরে ছয়টি ফ্লাইট আকাশে উড়তে থাকে।

বিমানের ওই সূত্রে জানা গেছে, ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। মূলত বিমানটি অবতরণের সময় পাইলট কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারেননি। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি পাইলট।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম রোববার (১৪ মে) গণমাধ্যমকে বলেন, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের সমস্যার কারণে এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন