ফেনীর দাগনভূঞায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় ফেনী-নোয়াখালী সড়কের দুলামিয়া কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম জানা গেছে। তিনি নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শরীফপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শুভ (৩০)। নিহত অপর নারীর নাম পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মহাসড়কের দুলামিয়া কটন মিল এলাকায় দ্রুতগামী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে সিএনজির দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহত একজনের নাম জানা গেছে। আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।